বড়লেখায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৫:৫৬:৩২,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় তিন দিনব্যাপী ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি)নুসরাত লায়লা নিরা।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দীন প্রমুখ।
তিনদিনব্যাপী এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে ভালো ফল করায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১০জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া ভালো ফল করায় বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী ১২টি প্রতিষ্ঠানের মধ্য থেকে ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য ‘‘জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৩ ডিসেম্বর মেলা শুরু হয়।