বড়লেখার শাহবাজপুরে বানরের উৎপাত: ৩ মাসে আহত ১৩, উদাসীন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ
প্রকাশিত হয়েছে : ১২:২৫:৪৩,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯
তারেক মাহমুদ ::
বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার ও পার্শ্ববর্তী এলাকায় বানরের উৎপাত যেন থামছেই না। বানর আঁচড়ে কামড়ে এ পর্যন্ত এক পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জনকে আহত করেছে। এছাড়াও বাসা-বাড়িতে ডুকে ভাত তরকারী নিয়ে যাওয়া, জিনিষপত্র নষ্ট করা তো রয়েছেই। ফলে বানরের উৎপাতে অতিষ্ঠ এলাকার লোকজন। বানরের উৎপাত থেকে রেহাই পেতে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তাকে অবগত করার দেড় মাস পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। এদিকে বন বিভাগের এমন উদাসীনতায় বানরেরে উৎপাতে অতিষ্ঠ লোকজন যে কোন সময় বানরের উপর চড়াও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার, সায়পুর, রাজপুর ও পূর্ব-দৌলতপুর সংলগ্ন অন্যান্য এলাকার বাসিন্দাগণ কয়েক মাস ধরে কয়েকটি দলছুট বানরের অত্যাচারে অতিষ্ঠ। বানরের বেপরোয়া আক্রমণে গত তিনমাসে মারাত্মক আহত হয়েছেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামের মো. আব্দুল্লাহ, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ কনস্টেবল মাসুদ আহমদ, সায়পুর গ্রামের মাতাবুর রহমান ও আমান আহমদ, রাজপুর গ্রামের আব্দুল কুদ্দুস,পূর্ব দৌলতপুর গ্রামের ছুরুতুন নেছা, স্টেশন-বাজারের সুলেমান আহমদ,রাজপুর (কুমোরপাড়া) গ্রামের হৃদয় রুদ্র পাল(১৪), দীপন রুদ্র পাল (৪০), নিখিল রুদ্র পাল(৬০) লাকি আহমদ (৩০), পুর্ব দৌলতপুর এলাকার গিয়াস আহমদ (৩০), সর্বশেষ গত ০১ ডিসেম্বর পূর্ব দৌলতপুর গ্রামের আপ্তাব আলীর (৫৫) উপর হামলা করে আহত করে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বানরের হামলার শিকার হয়েছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন জানান,বানরের উপদ্রব থেকে রক্ষা পেতে স্থানীয় লোকজন প্রায়ই তার কাছে আসেন। বিষয়টি তিনি অক্টোবর মাসের ২০ তারিখে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তাকে টেলিফোনে অবগত করেন। এসময় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা জুলহাস উদ্দিন সরেজমিনে আসবেন এবং ব্যবস্থা নিবেন বলে তাকে ফোনে জানান। শাহবাজপুরে বানরের উপদ্রব বিষয়ে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি জাতীয় দৈনিক ও স্থানীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়। কিন্তু ২ মাস হতে চলল এ ব্যপারে কোন ব্যবস্থা নেওয়া হয় নি।বানর অনেক লোককে কামড়ে ্আহত করেছে। এ পরিস্থিতির থেকে দ্রুত প্রতিকার প্রয়োজন বলে জানান তিনি।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা জুলহাস উদ্দিন বুধবার সকালে মুঠোফোনে বলেন, আমরা স্থানীয়ভাবে জেনেছি। আমার অফিস মৌলভীবাজারে। বড়লেখায় যাওয়া আসা অনেক সময় এবং খরচ সাপেক্ষ ব্যাপার। তাই বড়লেখা অফিস থেকে বানরের অবস্থান বিষয়ে খোঁজখবর নিয়ে এ সপ্তাহের মধ্যেই এলাকায় যাব।