বড়লেখায় কবরস্থান কেটে পরিবেশ বিপর্যয় ও জবর দখলের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:০৫,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৯
আব্দুর রব, বড়লেখা::
বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের পকুয়া গ্রামের আলতাব হোসেন, আনোয়ার হোসেন ও টিপু নামক ৩ ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক কবরস্থানের টিলা কেটে পরিবেশ বিপর্যয়, পুরাতন কবর নিশ্চিহ্ন ও ভুমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পকুয়া গ্রামের মৃত হোছন আলীর ছেলে তাজুল ইসলাম অন্যান্য অংশীদারের সাথে যৌথভাবে পকুয়া মৌজার ৮০০ নং দাগের কবরস্থান (প্রাকৃতিক টিলা) শ্রেণীর ২৭ শতাংশ ভুমির মৌরসী মালিক। সম্প্রতি আলতাব হোসেন, আনোয়ার হোসেন ও টিপু কবির জোরপূর্বক কবরস্থানের প্রায় ৩ শতাংশ ভুমির টিলা কেটে মাটি নিয়ে নিজের নিচু ভুমি ভরাট করেন এবং নানা প্রজাতির ২০-২৫টি গাছ কেটে নেন। এতে কবরস্থানের ১০-১৫ জনের পুরাতন নিশ্চিহ্ন হয়ে গেছে। উপড়ে পড়ার আশংকা রয়েছে বিভিন্ন প্রজাতির আরো ২৫-৩০টি গাছ।
ভুক্তভোগী তাজুল ইসলাম অভিযোগ করেন, বাধা নিষেধ উপেক্ষা করে গায়ের জোরে আলতাব হোসেন গংরা তার মালিকানাধীন কবরস্থানের ১০-১২ হাত উঁচু টিলা কেটে গাছ-গাছালি ধংস করেছে। দাদা-দাদী, ছোট বোন ও প্রতিবেশীসহ অন্তত ১৫ জনের পুরাতন কবর নিশ্চিহ্ন করেছে। স্থানীয় বিচার-সালিশ কোন কিছুই সে মানেনি। নিরুপায় হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, বাদী-বিবাদীর মানিত ও ১ জন নিরপেক্ষসহ ৩ জন আমিন (সার্ভেয়ার) যৌথভাবে সরেজমিনে জরিপ করে নিশ্চত হন, আলতাব হোসেন গংরা তাজুল ইসলামের মালিকানাধীন কবরস্থানের টিলা ভুমি অবৈধভাবে কেটেছেন, বেশ কয়েকটি পুরাতন কবর নিশ্চিহ্ন করেছেন। কিন্তু তিনি সালিশগনের দেয়া সমাধান মানেননি।
আলতাব হোসেন জানান, ওই কবরস্থানের তিনিও একজন অংশীদার। বাড়ি তৈরীর স্বার্থে তিনি তার অংশের ভুমি (টিলা ও পুরাতন কবর) কেটেছেন। এ ভুমির সীমানা নিয়ে বিরোধ চলছে। সঠিক সমাধান না দেয়ায় তিনি স্থানীয় সালিশগনের সিদ্ধান্ত না মেনে আদালতের শরনাপন্ন হয়েছেন।