বড়লেখায় নারী চা শ্রমিকদের নিয়ে ‘তথ্য আপা’র উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ৭:৫২:৫৭,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে রবিবার (১ ডিসেম্বর) নারী চা শ্রমিকদের নিয়ে ‘তথ্য আপার’ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, আইন ও জেন্ডার বিষয়ে সচেতনতামূলক এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমারান। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা: মাহাবুবা খাতুনের সঞ্চালনায় স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার, তথ্যসেবা সহকারী জলি বেগম ও রাবেয়া খাতুন প্রমুখ।
পরে ৬৫জন নারী চা শ্রমিককে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।