বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:৫০:৩০,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখা উপজেলার বোবারথল গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ওরফে মাদাই মিয়া (৯৫) গত বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত নানা অসুখ বিসুখে ভোগছিলেন। মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাদাই মিয়া বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর নানা। গত বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় বোবারথল বারঘরি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড ওনার প্রদান করা হয়।
জানাজা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী হারুনুর রশিদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বোবারথল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুর খান, মরহুমের ছেলে ইব্রাহিম আলী প্রমুখ।