লন্ডনে স্টুডেন্ট এক্সিলেন্সি এওয়ার্ড পাচ্ছেন বড়লেখার নাফিসা
প্রকাশিত হয়েছে : ৮:১১:৩৭,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের SHS student excellency award পাচ্ছেন বাংলাদেশি বংশদ্ভুত নাফিসা আহমদ। চলতি বছরে বিশ্ববিদ্যালয়ের অপটোমেট্রি এন্ড ভিজুয়াল সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষে ophthalmic lens and dispensing বিষয়ে সর্বোচ্চ সংখ্যক মার্কস ও প্রাকটিস দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই এওয়ার্ড দেওয়া হচ্ছে।
২০২০ সালের ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এওয়ার্ড প্রদান অনুষ্ঠান হবে।
বাংলাদেশে নাফিসার বাড়ি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ববান ভট্টশ্রী-পাবিজুরিপার গ্রামে।তিনি উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ও নাজমিন আক্তারের মেয়ে।
নাফিসা চক্ষু চিকিৎসাবিজ্ঞানে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে মানবসেবায় আত্মনিয়োগ করতে চান।