বড়লেখায় স্কুলছাত্র নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার
প্রকাশিত হয়েছে : ৮:২৩:১০,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের বড়লেখায় মোহাম্মদ সাফোয়ান (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলা সদরের পাথারিয়া ছোটলেখা মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এতে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। এ ঘটনায় সাফোয়ানের বড়ভাই মোহাম্মদ সালমান শুক্রবার সন্ধ্যায় বড়লেখা থানায় একটি জিডি করেছেন (নং-১৩৮৪)।
জানা গেছে, মোহাম্মদ সাফোয়ান উপজেলার দক্ষিণভাগ দক্ষিন ইউপির সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সাফোয়ান পরিবারের সঙ্গে বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকে এবং পিসি মডেল উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে লেখাপড়া করে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাফোয়ান চাল কেনার জন্য বাজারের উদ্দেশ্যে বেরিয়ে আর বাসায় ফিরেনি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এতে তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সাফোয়ানের বড়ভাই মোহাম্মদ সালমান বড়লেখা থানায় জিডি করেছেন।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জানান, জিডির পরই পুলিশ স্কুলছাত্র সাফোয়ানকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।