‘আর্থ হিরো’ খেতাব পেলেন বাংলাদেশি উদ্ভাবক রেজওয়ান
প্রকাশিত হয়েছে : ৭:১১:৩২,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৯
বাংলাদেশের বন্যাপ্রবণ এলাকায় বছরজুড়ে শিক্ষা সুবিধা নিশ্চিত করে হাজারো মানুষের জীবন বদলে দেওয়া ‘নৌকা স্কুলে’র উদ্ভাবক স্থপতি মোহাম্মদ রেজোয়ানকে ‘আর্থ হিরো’ স্বীকৃতি দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা নজি ক্রো থেকে সম্প্রতি প্রকাশিত লিলি দাইউ রচিত ‘আর্থ হিরোজ : টোয়েন্টি ইন্সপায়ারিং স্টোরিজ অব পিপল সেভিং আওয়ার ওয়ার্ল্ড’ শিরোনামের বইটিতে রেজোয়ানকে ‘আর্থ হিরো’ বলা হয়েছে।
তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক।
আর্থ হিরোজ বইয়ে পরিবেশ বাঁচাতে কাজ করেন বিশ্বের এমন ২০ জনের জীবনী ছাপা হয়েছে। মোহাম্মদ রেজোয়ান ছাড়াও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতা বাড়ানোর আন্দোলনে নেতৃত্বদানকারী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ, সমুদ্রে ময়লা-আবর্জনা সংগ্রহের ভাসমান বিনের (পাত্র) উদ্ভাবক অস্ট্রেলিয়ার নাগরিক অ্যান্ড্রু ঠারটন ও পিইট সেগলেনস্কি, বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্ভাবক গাম্বিয়ার আইসাতু সিজেএ এবং টেকসই ফ্যাশনের জন্য সংগ্রামকারী ব্রিটিশ ডিজাইনার স্টেলা ম্যাককার্টনি অন্যতম। বইটিতে তাদের প্রত্যেকেরই জীবন, কর্ম ও সাফল্যবিষয়ক ১০ পাতার বর্ণনা স্থান পেয়েছে। এদের মধ্যে রেজোয়ানের জীবনী দ্বিতীয় অধ্যায়ে স্থান পেয়েছে।