বিচার বিলম্বিত হলে অবিচার কায়েম হয়: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:০৯,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৯
নিউজ ডেস্ক ::
বিচার বিলম্বিত হলে অবিচার কায়েম হয়। আমাদের দেশ থেকে সবাই মিলে এটি দূর করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এম.পি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ জামিলুল হক জামিল এডভোকেটের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শংকর লাল দাস এডভোকেট এবং জোহরা জেসমিন এডভোকেটের যৌথ সঞ্চালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য ও ইতিহাসের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে এসময় ড. মোমেন আরো বলেন আমার পিতা ও মামা সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন বলে আমি গর্ববোধ করি। আমার বাবা চেয়েছিলেন আমি ও আমার ভাই যেন আইনজীবী হই কিন্তু আমি সরকারী চাকরি পাওয়ার কারণে আইনে ডিগ্রী অর্জন করলেও আইনজীবী হয়ে উঠিনি।
আগামী সময়টা আমাদের স্বর্ণযুগ উল্লেখ করে ড. মোমেন বলেন আগামী বছর মুজিব বর্ষ এবং তারপর পরই স্বাধীনতার ৫০ বছর পূর্তি করবে বাংলাদেশ। আমরা সবাই মিলে সময়টাকে আরোও উজ্বল করে তুলবো। মেধা ও পরিপক্ষতা দিয়ে এই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সিলেট জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে বক্তাদের ১০ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের দাবীর প্রেক্ষিতে ভবনটি নির্মাণে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশাবাদ জানান পররাষ্ট্র মন্ত্রী।