শ্রেষ্ঠ স্থাপত্য পুরস্কার পেল ব্রিটেনের কেমব্রিজ ‘গ্রিন মসজিদ’
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৫৭,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৯
নিউজ ডেস্ক ::
ব্রিটেনের কেমব্রিজে অবস্থিত গ্রিন মসজিদ এর উদ্ভাবনী নকশার জন্য শ্রেষ্ঠ স্থাপত্যের পুরস্কার লাভ করেছে এ বছর। গত ২০ নভেম্বর ২০১৯ কেমব্রিজের ইউনিভার্সিটি আর্মস-এ এই পুরস্কার ঘোষণা করা হয়। দ্য রয়েল টাউন প্ল্যানিং ইনস্টিটিউটস ইস্ট অব ইংল্যান্ড এই পুরস্কার ঘোষণা করে।
ইউরোপের প্রথম পরিবেশবান্ধব মসজিদটি চলতি বছরের মার্চে উদ্বোধন করা হয়, যা নির্মাণে ব্যয় হয় ২৩ মিলিয়ন পাউন্ড। স্থপতি মার্কস বারফিল্ড ২০০৯ সালে গ্রিন মসজিদের ডিজাইন করেন। ২০১২ সালে শহর কর্তৃপক্ষ মসজিদ নির্মাণের অনুমতি দেয়। সেপ্টেম্বর ২০১৬ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
গ্রিন মসজিদের ট্রাস্টি ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবদুল হাকিম মুরাদ বলেন, ‘একটি মসজিদ শহরের আন্তর্জাতিক ভাবমূর্তি ও সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক হয়ে উঠা গুরুত্বপূর্ণ।’