বড়লেখায় সরকারিভাবে কৃষকদের নিকট থেকে আমন ধান ক্রয় শুরু
প্রকাশিত হয়েছে : ৭:১৭:০৫,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৯
বিশেষ প্রতিবেদক ::
বড়লেখায় চলিত মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৯৬০ মেট্টিক টন রূপা আমন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকারের উপজেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও ইউএনও মো. শামীম আল ইমরান।
উপজেলা কৃষি ও খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভার এলাকায় তিন ক্যাটাগরিতে প্রায় ২ হাজার কৃষকের খছড়া তালিকা তৈরী করা হয়। এরমধ্যে সোমবার লটারীর মাধ্যমে ৯৬০ জনের নামের তালিকা চুড়ান্ত করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিজন কৃষক ২৬ টাকা কেজি দরে ১ মে. টন ধান বিক্রয় করতে পারবেন। তালিকাভুক্ত ৯৬০ জন কৃষকের নিকট থেকে সরকার এবার ৯৬০ মে. টন আমন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার দুপুরে আমন ধান ক্রয় কর্মসুচির উদ্বোধন উপলক্ষে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে খাদ্য গুদাম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা দীপক সুত্রধরের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন আহমদ প্রমূখ।