বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ২:৫৪:০৮,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৯
বড়লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ অভিযান চালিয়ে অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে। সোমবার (২৫ নভেম্বর) বড়লেখা পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো: আল-আমিন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আফছার আলী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বড়লেখা পৌরশহরের পিসি হাইস্কুল মার্কেট, রেলওয়ে মার্কেট ও তার আশপাশের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার অনিয়ম বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আব্দুল করিম নামে এক অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে রেলওয়ে মার্কেটে মূল্য তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে পিয়াজের মূল্য অতিরিক্ত নেয়ায় মা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা এবং অভিযোগকারীকে জরিমানার ২৫ পার্সেন্ট হারে ৫শ টাকা প্রদান করা হয়। এছাড়া অভিযানকালে পিসি হাইস্কুল মার্কেটের আবুল এন্ড ব্রাদার্সকে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।