বড়লেখায় গরু চুরির মামলায় ৪ আসামীর সশ্রম কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:৪০,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের একটি গরু চুরির মামলায় (জি.আর-৬৫/১৫) ৪ আসামীর বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের কারাবাসের রায় ঘোষণা করা হয়েছে। সোমবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। এসময় আসামীরা আদালতে হাজির ছিল। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- আলম হোসেন, সাজু আহমদ, সুলতান মিয়া ও লক্ষণ বিশ্বাস।
জানা গেছে, উপজেলার বিছরাবন্দ গ্রামের মৃত নেছার আলীর ছেলে মো. আব্দুস সহিদের গোয়াল ঘর থেকে আসামীরা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। গরু চুরির ঘটনায় তিনি আসামীদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
আদালতের সহকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত গরু চুরির মামলায় ৪ আসামীর ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডের রায় ঘোষণার সত্যতা স্বীকার করে জানান, দন্ডিত আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।