বড়লেখায় অটোরিকশা উল্টে ৫ পিইসি পরীক্ষার্থী আহত
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৫৫,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পিইসি পরীক্ষার্থীবাহী একটি অটোরিকশা (সিএনজি) উল্টে ৫ পরীক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে আনোয়ার হোসেন, সাজিদুর রহমান ও জহির উদ্দিন নামক গুরুতর আহত ৩ পরীক্ষার্থীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তাদের পরীক্ষা নেয়া হয়। রোববার সকাল সোয়া ন’টার দিকে দক্ষিণভাগ-গজভাগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের আভিভাবকরা অভিযোগ করেন, গজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খাম-খেয়ালিপনার কারণে তাদের সন্তানরা দুর্ঘটনার শিকার হয়েছিল।
জানা গেছে, উপজেলার গজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। রোববার পিইসি পরীক্ষার শেষ দিন গণিত বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নিতে একটি অটোরিকশায় (সিএনজি) ১০ জন পরীক্ষার্থীকে তুলে দেয়া হয়। সাবেক ইউপি মেম্বার সোনা মিয়ার বাড়ির সামনের রাস্তায় অটোরিকশাটি উল্টে গেলে ছিটকে পড়ে ৫ পরীক্ষার্থী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত পরীক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেন পরীক্ষার্থীদের কেন্দ্রে পোঁছানোর ব্যাপারে গজভাগ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক চরম উদাসীন ছিলেন। তার খামখেয়ালীপনার কারণেই দুর্ঘটনাটি ঘটে।
পরীক্ষা কেন্দ্রর হল সুপার রনজিত কুমার দাস জানান, গুরুতর আহত ৩ পরীক্ষার্থীকে চিকিৎসকের তত্তাবধানে সিটবেডে পরীক্ষা নিয়েছেন। সামান্য আহত অপর দুই শিক্ষার্থী নির্ধারিত হলের নিজেদের সিটে বসে পরীক্ষা দিয়েছে।