শাহবাজপুরে মুক্তিযোদ্ধা চত্বর উদ্বোধন বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৭:১৭:০৭,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণে ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাজে ছড়িয়ে দেয়ার লক্ষে বড়লেখার শাহবাজপুর বাজারে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা চত্বর ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। অবিশিষ্ট কাজ শেষ হলেই চত্বরের শুভ উদ্বোধন।
এ উপলক্ষে শনিবার( ২৩ নভেম্বর ) সন্ধ্যায় চত্বরের ফলক উন্মোচন এবং আনুষ্ঠানিক উদ্বোধন বিষয়ে শাহবাজপুরের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাগণ চত্বর নির্মান করায় সন্তুষ্ঠি প্রকাশ করেন এবং এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযোদ্ধের বীরত্বগাথা ও গৌরবোজ্জ্বল ইতিহাস জানার আগ্রহ বাড়বে বলে মতপ্রকাশ করেন।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা তছন মিয়া, বীর মুক্তিযোদ্ধা কালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান ,বীর মুক্তিযোদ্ধা সফাই মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী,বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, বীর মুক্তিযোদ্ধা মখদ্দছ আলী, বীর মুক্তিযোদ্ধা সিফত আলী, বীর মুক্তিযোদ্ধা হবিব আলী প্রমুখ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।