শিক্ষাবিদ আছদ্দর আলীর ৯৩তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ৯:০৮:১৬,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ আছদ্দর আলীর ৯৩ তম জন্মদিন উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. আব্দুল বাছিত এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
সভায় অধ্যক্ষ মো. আব্দুল বাছিত কে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং আগামী ২রা জানুয়ারি, ২০২০ খৃষ্টাব্দ রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘঠিকার সময় শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় ।
শিক্ষাবিদ আছদ্দর আলীর প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন ।