উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করলেন বড়লেখা ইউএনও
প্রকাশিত হয়েছে : ৯:৩১:৩৩,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারে নির্মানাধীন মুক্তিযোদ্ধা চত্বর, “জমি আছে ঘর নাই” প্রকল্পের আওতায় নির্মিত ঘর, বেরেংগা এবং কুমারশাইল পানপুঞ্জিতে স্থাপিত তারাপাম্প, সায়পুর বনশ্রী আশ্রয়ণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এসময় পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পরে ইউএনও শাহবাজপুর বাজারে ব্যবসায়ীদের দোকানে দ্রব্যমূল্য টাংগানোর নির্দেশনা দেন এবং দ্রব্যমূল্য নিয়ে গুজব বিষয়ে ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানান ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) সেলিম আহমদ খান, রফিক উদ্দিন, তমছির আলী তমন প্রমুখ উপস্থিত ছিলেন।