নিজস্ব প্রতিবেদক::
বড়লেখায় লবণের দাম বেড়ে যাওয়ার গুজব প্রতিরোধে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে উপজেলা জুড়ে থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মাইকিং করে গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) সকালে বড়লেখায় লবণের দাম বেড়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এমন খবরে উপজেলার বাজারে লবণ বিক্রির ধুম পড়ে যায় । আর এ সুযোগ নিয়ে ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ ও তিনগুণ বেশি অর্থাৎ ৮০-১০০ টাকা দামে লবণ বিক্রি করেন। খবর পেয়ে সোমবার বিকেলে অভিযানে নামে প্রশাসন। অভিযানের সময় অতিরিক্ত দামে লবণসহ বিভিন্ন পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে উপজেলার সাতটি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান।
এদিকে লবণের দাম বেড়ে যাওয়ার গুজব ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে মঙ্গলবার দুপুর থেকে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে বড়লেখা পৌরসভাসহ উপজেলার বর্ণি, সদর, দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ, নিজবাহাদুরপুর, সুজানগর, দাসের বাজার, তালিমপুর ইউনিয়ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, লবণের দামবৃদ্ধির বিষয়টি নিছক গুজব। বাজারে পর্যাপ্ত লবণ আছে। কোনো সংকট নেই। এরপর নির্ধারিত মূল্যের চেয়ে কেউ যদি বেশি দামে লবণ বিক্রি করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। লবণের দাম বৃদ্ধির গুজব ঠেকাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ও পৌরসভায় মাইকিং করছি। তিনি গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান।