লবণের দাম বেশি নিলে অভিযোগ করবেন যে নাম্বারে
প্রকাশিত হয়েছে : ৬:০২:৪০,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৯
নিউজ ডেস্ক::
দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে। তারপরও একটি মহল থেকে গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। আর এ সুযোগে লবণের মূল্য বেশি আদায় করছে কিছু মুনাফাখোর অসাধু ব্যবসায়ী। এমন অসৎ ব্যবসায়ীদের ধরতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরে উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমেকে বলেন, ব্যবসায়ীরা জানিয়েছে লবণের সংকট নেই। তারপরও স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে অস্থিতিশীল করছে। আর এ সুযোগে অনৈতিকভাবে যারা লবণের দাম বেশি নেবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমতাবস্থায় কোথাও লবনের দাম বেশি চাইলে সরাসরি ফোন দিতে পারে জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রে। মোবাইল নম্বর 01777753668। এছাড়া ফোন করতে পারেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে। তার ফোন নম্বর 01624276012।