লবণের মজুদ পর্যাপ্ত, গুজবে কান না দেওয়ার আহ্বান
প্রকাশিত হয়েছে : ৫:২৪:৫০,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৯
নিউজ ডেস্ক::
বাজারে লবণের স্বল্পতা সম্পর্কে ছড়ানো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে দেশের চাহিদার চেয়েও বেশি লবণ মজুদ থাকার কথাও জানানো হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোস্তাক হোসেন বলেছেন, “লবণের কোনো স্বল্পতা নেই। বর্তমানে দেশে যে পরিমাণে লবণ মজুদ রয়েছে তা চাহিদার চেয়েও অনেক বেশি।”
তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট অনলাইন মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফায়দা তোলার চেষ্টা করছে। বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।
বিসিক চেয়ারম্যান বলেন, ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সাড়ে ৬ লাখ মেট্রিক টন লবণ মজুদ ছিল। চলতি বছরে রেকর্ড পরিমাণ ১২.২৪ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।
তিনি আরও বলেন, সরকারের সহযোগিতা ও লবণ চাষীদের চেষ্টায় লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। লবণ সংক্রান্ত তথ্যের জন্য বিসিক সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ (ফোন: 02-9573505) খোলা হয়েছে।