বড়লেখায় পিইসি পরীক্ষায় যাওয়ার সময় ছাত্রীর সম্ভ্রম লুটের চেষ্টা : যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:৪০,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৯
আব্দুর রব, বড়লেখা :: বড়লেখায় প্রাইমারী শিক্ষা সমাপানীর পরীক্ষার্থী ছাত্রীকে (১১) রোববার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে ঝাপটে ধরে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে তরুণ মকদ্দছ আলী মখই (২০)। সে অফিস বাজারের সুয়ারারতল গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। ওই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা করলে রাতেই পুলিশ বখাটে মখইকে গ্রেফতার করে। সোমবার আদালতে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার শাহবাজপুর চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ও দিনমজুর মো. শাহজাহানের মেয়ে (১১) রোববার পিইসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা দিতে সকালে বাড়ি থেকে বের হয়। সুজাউল ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ওই মাদ্রাসায় যাওয়ার পথে এলাকার বখাটে তরুণ মকদ্দছ আলী মখই শিশু তাকে জোরপুর্বক রাস্তা থেকে ঝাপটে ধরে পার্শের জঙ্গলে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পাশবিকতার শিকার ছাত্রীর এক বান্ধবী ও পরীক্ষার্থী ওই রাস্তায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তার চিৎকার শুনতে পায়। এসময় লোকজন জড়ো হয়ে জঙ্গলের দিকে অগ্রসর হলে বখাটে তরুণ মকদ্দছ আলী মখই পালিয়ে যায়। আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেয়া হলে কিছুটা বিলম্বে সে পরীক্ষায় অংশগ্রহণ করে। ধর্ষণ চেষ্টার ঘটনায় নির্যাতিত ছাত্রীর মা রহিমা বেগম রোববার বিকেলে বখাটে মকদ্দছ আলী মখইকে আসামী করে থানায় মামলা করেন।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, মামলা রুজুর পরই শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে রাতেই পুলিশ ধর্ষণ চেষ্টাকারী আসামী মকদ্দছ আলী মখইকে গ্রেফতার করে। সোমবার আদালতে সে স্বীকারোক্তি দিয়েছে এবং আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।