বড়লেখায় নারী এনজিও কর্মকর্তার মামলায় ৭ আসামীর জেল-জরিমানা
প্রকাশিত হয়েছে : ৭:২২:০৬,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::বড়লেখায় শাহজালাল সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি নামক এনজিও সংস্থার এরিয়া ম্যানেজার খালেদা বেগম লাইলীর ওপর হামলা, টাকা ও স্বর্ণালংকার ছিনতাই মামলায় প্রধান আসামী ফয়জুল ইসলামের ৬ মাসের জেল ও অপর ৬ আসামীর প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদন্ডের রায় ঘোষিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম হরিদাস কুমার।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার কাঠালতলী গ্রামের জহির আলীর স্ত্রী খালেদা বেগম লাইলী বড়লেখায় শাহজালাল সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি নামে একটি এনজিও’র বড়লেখা এরিয়া ম্যানেজার। গত বছরের ১৭ নভেম্বর সকালে মাঠকর্মীদের জমা দেয়া কিস্তির ২ লাখ টাকা নিয়ে তিনি বাড়ি থেকে প্রধান কার্যালয় বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। বাড়ির পাশের রাস্তায় ফয়জুল ইসলাম, জয়নুল ইসলাম, ময়নুল ইসলাম, সায়দুল ইসলাম, নুর ইসলাম, রাসেল আহমদ ও শিমুল ইসলাম সঙ্গবদ্ধভাবে এনজিও কর্মকর্তা খালেদা বেগম লাইলীর ওপর হামলা চালিয়ে অফিসের ২ লাখ টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এঘটনায় তিনি বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনাকারী ৭ জনের বিরুদ্ধে হামলা, টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে মামলা (সি.আর-৫১/১৮) দায়ের করেন।
আদালতের সহকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত নারী এনজিও কর্মকর্তা খালেদা বেগম লাইলীর মামলায় প্রধান আসামীর ৬ মাসের জেল ও অপর ৬ আসামীর প্রত্যেকের ১ হাজার টাকা করে অর্থদন্ডের রায় ঘোষণার সত্যতা স্বীকার করেন।