জুড়ীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:৩৮,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯
বিশেষ প্রতিবেদক :: ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে ব্যবসায়িদের সাথে অসদাচরণ, প্রভাব খাটানো, জুয়ার আসরে চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বেয়াদবিসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা ইকবাল ভূইয়া উজ্জ্বলের বিরুদ্ধে। গত ৭ নভেম্বর জুড়ী সদরের ব্যবসায়ী ও ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলাম তার বিরুদ্ধে কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, বর্তমান উপজলো ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী ইকবাল ভূইয়া উজ্জ্বল। গত ২ অক্টোবর তার চাচা স্থানীয় জাঙ্গীরাই সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূইয়া স্থানীয় ব্যবসায়িদের সাথে কথা কাটাকাটি করনে। ব্যবসায়িরা এর প্রতিবাদ করলে সে তার ভাতিজা ছাত্রলীগ নেতা ইকবাল ভূইয়া উজ্জ্বলকে ডেকে আনে। উজ্জল তার ২০-২৫ জন অনুসারী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়িদের অশ্লীল ভাষায় গালাগাল করে তাদেরকে হত্যার হুমকি প্রদান করে। পরর্বতীতে ব্যবসায়ি সমিতির সভাপতি হাজী কামাল হোসেন ইকবাল ভূইয়া উজ্জলের বাবা কাইয়ূম ভূইয়াকে বিষয়টি অবগত করলে তিনি উল্টো ব্যবসায়িদের দেখে নেয়ার হুমকি প্রদান করে বলেন, আমার ছেলে ছাত্রলীগের নেতা। তোরা তার কিছুই করতে পারবি না।
ব্যবসায়ি মর্তুজা আলী, জহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম জানান, ভাই আমরা নিরীহ ব্যবসায়ি মানুষ। ব্যবসা করে জীবন চালাই। কিন্তু এরকম সমস্যা করলে আমরা কিভাবে চলবো। আমরা এর প্রতিকার চেয়ে উপজলো নির্বাহী র্কমকর্তা ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। উজ্জল ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে ব্যবসায়িদের সাথে দুর ব্যবহার, জুয়ার আসরে চাঁদাবাজি এমনকি আওয়ামী লীগ নেতাদের সাথেও বেয়াদবি করে আসছে। তার অপকর্মে অনেকেই অতিষ্ট হয়ে উঠেছেন।
ইতির্পূবে ইকবাল ভূইয়া উজ্জ্বল নিরোধ বিহারী স্কুল মাঠে পূজার সময় জুয়া খেলার অভিযোগ তুলে পূজার আয়োজকদের কাছে চাঁদা দাবী করে। বন্যার সময় ত্রাণ বিতরনী অনুষ্ঠানে মঞ্চ থেকে উপজলো আওয়ামী লীগের এক প্রবীণ নেতার চেয়ার নিয়ে যায়। এরপর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জুড়ীতে সফরে আসলে সে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরর্বতীতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিসবাহুর রহমানরে কাছে ক্ষমা চায়। এসব নানা অপকর্মের কারণে সে আলোচিত হয়ে আসছে।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম মুঠোফোনে জানান, তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের ব্যাপারে ছাত্রলীগ নেতা ইকবাল ভূইয়া উজ্জ্বল জানান, এসব ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই। সাংগঠনিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপপ্রচার করছে।