বড়লেখায় র্যাবের অভিযানে ৬৭৫ পিস ইয়াবাসহ আটক এক
প্রকাশিত হয়েছে : ৫:১০:০৬,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯
বড়লেখার ডাক ডেস্ক:: মৌলভীবাজারের বড়লেখায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর অভিযানে ইয়াবাসহ মো. সুনাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজারস্থ পাথ ফাইন্ডার কিন্ডারগার্টেনের সামনে থেকে তাকে আটক করে র্যাবের সদর কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি দল।
সোমবার (১১ নভেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। গ্রেপ্তারকৃত সুনাম উদ্দিন বড়লেখা উপজেলার সুজাউর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অবৈধ মাদকের বিরুদ্ধে উদ্ধার অভিযানে ৬৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১৩ হাজার ২৭০ টাকা উদ্ধারসহ মো. সুনাম উদ্দিনকে উপজেলার অফিস বাজারস্থ পাথ ফাইন্ডার কিন্ডারগার্টেনের সামনে থেকে আটক করা হয়। তাকে আটকের পর উদ্ধারকৃত আলামতসহ বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব-৯।