বড়লেখায় আইনজীবী আবিদা হত্যাকাণ্ড : ৩ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল
প্রকাশিত হয়েছে : ৬:১৯:৪৪,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর অ্যাড. আবিদা সুলতানা হত্যা মামলার ৩ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ও থানার ওসি (তদন্ত) মো. জসীম অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করেন।
চার্জশীটভুক্ত আসামীরা হলেন-নিহত আইনজীবি আবিদা সুলতানার গ্রামের মসজিদের ইমাম তানভীর আলম (৩৪)। তার ছোটভাই আফছার আলম (৩০) এবং স্ত্রী হালিমা সাদিয়া (২৮)।
জানা গেছে, গত ২৬ মে বড়লেখার মাধবগুল গ্রামে পৈত্রিক বাসায় নির্মমভাবে খুন হন মৌলভীবাজার জজকোর্টের আইনজীবি অ্যাডভোকেট আবিদা সুলতানা। তিনি উপজেলার কাঠাঁলতলী মাধবগুল গ্রামের মৃত হাজী আব্দুল কাইয়ুমের বড় মেয়ে। হত্যাকান্ডের পরই ওই বাসার অপরাংশের ভাড়াটিয়া ও মসজিদের ইমাম তানভীর আলম (৩৪) স্ত্রী ও মাকে শ্বশুড়বাড়ি পাঠিয়ে পালিয়ে যায়। পরদিন শ্রীমঙ্গল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে পুলিশ তার স্ত্রী হালিমা সাদিয়া (২৮) ও মা নেহার বেগমকে (৫৫) আটক করেছিল।
অ্যাড. আবিদা সুলতানা হত্যার ঘটনায় তার স্বামী শরিফুল ইসলাম বসুমিয়া মসজিদের ইমাম তানভীর আলম, তার ছোটভাই আফছার আলম (৩০), স্ত্রী হালিমা সাদিয়া (২৮) ও মা নেহার বেগমকে (৫৫) আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. জসীম জানান, অ্যাড. আবিদা সুলতানা হত্যা মামলার এজাহার নামীয় ৩ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। এদের ২জন কারাগারে এবং অপরজন আফছার আলম পলাতক রয়েছে।