বড়লেখায় জেডিসিতে প্রক্সি পরীক্ষার্থী পাঠালেন মাদ্রাসা সুপার
প্রকাশিত হয়েছে : ২:১২:৪০,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: ছলছাতুরির আশ্রয় নিয়ে জেডিসির পরীক্ষা কেন্দ্রে এক প্রক্সি পরীক্ষার্থীকে পাঠিয়েছিলেন বড়লেখার সাহেরা মুক্তাদির মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ। কিন্তু শেষ রক্ষা হয় নি। পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে যায় সে প্রক্সি পরীক্ষার্থী। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পান মাদ্রাসা সুপার আব্দুল হামিদ। গতকাল শনিবার বড়লেখায় জেডিসির প্রথম দিনের ‘কোরআন মজিদ ও তাজবিদ’ বিষয়ের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বড়লেখা সাহেরা মুক্তাদির মহিলা দাখিল মাদ্রাসার অস্টম শ্রেণীর শিক্ষার্থী হাজেরা আক্তার ডলির নিকট থেকে ফিস নিয়েও তার ফরম পূরণ করেননি মাদ্রাসা সুপার আব্দুল হামিদ। এজন্য তার প্রবেশপত্র আসেনি। এতে ওই ছাত্রী হতাশ হয়ে পড়লে মাদ্রাসা সুপার নানা ছলছাতুরির আশ্রয় নিতে থাকেন। পরীক্ষার আগের দিন তিনি ওই ছাত্রীর নিকট থেকে আরো ৫শ’ টাকা আদায় করে তামান্না জান্নাত নামের জেডিসি পরীক্ষার্থীর রেজি:কার্ড ও প্রবেশপত্র (রোল-৪১১৩৬৬ ও রেজি:নং-১৯১৮৬১২১৫৪) দিয়ে তাকে পরীক্ষা দিতে কেন্দ্রে পাঠান । সাবধান করেন সে যেন বোরকা পরে যায় এবং কক্ষ পরিদর্শককে বলে সেই তামান্না আক্তার। পরীক্ষার পর তিনি তার নাম ঠিক করে দিবেন। কিন্তু কক্ষ পরিদর্শকের কাছে সে ধরা পড়ে যায়।
বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা নিজাম উদ্দিন জানান, হাজেরা আক্তার ডলি প্রক্সি পরীক্ষার্থী সনাক্ত হওয়ার পর ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাকে বহিস্কার করেছেন। এসময় সাহেরা মুক্তাদির মাদ্রাসার সুপার আব্দুল হামিদ ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন।