জাতিকে শৃঙ্খলার মধ্যে রাখতে স্কাউটের বিকল্প নেই -পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৮:৪০:৩৭,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, একটি জাতিকে শৃঙ্খলার মধ্যে রাখতে স্কাউটরা অসামান্য অবদান রাখেন। স্কাউটরা জাতির যে কোন প্রয়োজনে দুঃসময়ে এগিয়ে যায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। সৎ, সুস্থ, ও দায়িত্বশীল সমাজ গঠনে স্কাউটের কোন বিকল্প নেই। তিনি উপজেলার প্রত্যেকটি স্কুল ও মাদ্রাসায় স্কাউট দল গঠেনের জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণের আহবান জানান।
তিনি শুক্রবার সন্ধ্যায় উপজেলার ২২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের মধ্যে ড্রাম সেট (বাদ্য যন্ত্র) বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের লোকাল গর্ভনেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্প থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. ইয়াছিনুল হক, সিলেট আঞ্চলিক স্কাউটের কোষাধ্যক্ষ স.ব.ম দানিয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মুক্তা, পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন পাথারিয়া মুক্ত স্কাউট দলের সাধারণ সম্পাদক জাফর আহমদ।