শাহবাজপুর বাজার থেকে ৪২ পিস ইয়াবাসহ মুদি দোকানী আটক
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:৫০,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বিকেলে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শাহবাজপুর পশ্চিম বাজার এলাকার শ্রীবাস চন্দ্র পাল এর মুদি দোকান “পাল গিফট কর্নারে” অভিযান চালায়। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দোকানী শ্রীভাস চন্দ্র পাল (৪০)কে আটক করে।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ( পুলিশ পরিদর্শক) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।