বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান, সম্পাদক জুনেদ
প্রকাশিত হয়েছে : ১২:৫২:১৪,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯
বড়লেখা উপজেলা, বড়লেখা সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বড়লেখা পৌরসভা মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়।
এতে সর্বসম্মতি ক্রমে উপজেলা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন ইমরান হোসেন। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. জুনেদ আহমদ।
পরে সর্বসম্মতিক্রমে বড়লেখা সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সরকারি কলেজের সভাপতি হয়েছেন ওলিউর রহমান জুনেদ ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ। পৌর শাখায় সভাপতি হয়েছেন আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক নাহিদ আহমদ রিমন।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন আমিন চৌধুরী। এতে সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের আহমদ ম্যানশনের সামনে আলোচনা সভা হয়।