বড়লেখায় ইয়াবা মদ গাজাসহ মা ও ছেলে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০:১৪:৫৫,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে পৌরশহরের বারইগ্রাম কলোনিতে অভিযান চালিয়ে ইয়াবা, ভারতীয় মদ ও গাজাসহ মা জাহানারা বেগম ও তার ছেলে সাইদ উলাহকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস ও এএসআই সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ পৌরশহরের বারইগ্রামের একটি কলোনিতে অভিযান চালায়। অভিযানকালে কলোনির বাসিন্দা সাইদ উলাহর নিকট থেকে পুলিশ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ পিস ভারতীয় অফিসার চয়েজ (মদ) ও সাইদের মা জাহানারা বেগমের হেফাজত থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এসময় পুলিশ মা ও ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।