নগর নিসর্গ: বড়লেখায় এপার্টমেন্টের বেলকনিতে স্বস্তির সবুজ
প্রকাশিত হয়েছে : ১:২৮:০৭,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯
তারেক মাহমুদ :: আমাদের একেকটা শহর যেন কংক্রিটের অরণ্য। এখানে সবুজ-প্রকৃতির প্রতি নিদারুন অনাদর। তবে মাঝে মধ্যে কনক্রিটের নগরেও সৌন্দর্য ও প্রকৃতিপ্রেমী কিছু মানুষের শখের বিলাসে ফুটে ওঠে প্রাণবন্ত স্বস্তির সবুজ। এই ছবিগুলোও তেমনই স্বস্তির-সবুজের।
সম্প্রতি এক বিকেলে ছবিগুলো ক্যামেরাবন্দী করেছিলাম বড়লেখা পৌরশহরের লাইসিয়াম স্কুল সংগ্লগ্ন একটি এপার্টমেন্ট বিল্ডিং থেকে। -ব্যালকনির গ্রিলে অরণ্যের আদলে লতানো পানের বাগান!
জানা যায় নি ঐ এপার্টম্যান্টের মালিক পানবিলাসী মানুষ কী না; তবে এই ছোট্ট পরিসরে যে পরম যত্নে আরণিক শ্যামল নিসর্গ ফুটিয়ে তোলেছে তা দেখে তাঁর নিসর্গ প্রেম অনুধাবন করা যায় । বেঁচে থাকুক এই সুন্দর সবুজ অনুরাগ, বেঁচে থাকুক-সবুজ- প্রাণ-প্রকৃতি।