গণমাধ্যমে সংবাদ প্রকাশ: বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ কর্মচারীকে শোকজ
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:১৪,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী অ্যাম্বুলেন্স নষ্ট রেখে ব্যক্তিগত অ্যাম্বুলেন্সে রোগী পরিবহণের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৩ কর্মচারীকে শোকজ করেছে। রোববার যুগান্তরের ১৭তম পৃষ্ঠায় ‘বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্স-কর্মচারীদের অ্যাম্বুলেন্স বাণিজ্য !’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে ওইদিনই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন অভিযুক্তদের ৩ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যাসহ সুস্পষ্ট জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন।
শোকজপ্রাপ্ত কর্মচারীরা হলেন- হাসপাতালের অ্যাম্বুলেন্স (গাড়ি) চালক মাছুম উদ্দিন, পরিচ্ছন্নতাকর্মী মৌলা মিয়া ও নাইট গার্ড মুহিবুর রহমান নানু।
জানা গেছে, বড়লেখার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী অ্যাস্বুলেন্স প্রায়ই নষ্ট থাকায় রোগীরা দুর্ভোগে পড়েন। বাধ্য হয়ে রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা ব্যক্তিগত অ্যাম্বুলেন্স ভাড়া করে তাদের রোগীদের সিলেট, মৌলভীবাজারসহ অন্য হাসপাতালে নিয়ে যান। এতে দরিদ্র রোগীরা মারত্মক আর্থিক ক্ষতির সম্মুখিন হন। স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী ৫ প্রাইভেট অ্যাম্বুলেন্সের মালিক। এ তিন কর্মচারীর সিন্ডিকেট ইচ্ছাকৃত সরকারী অ্যাম্বুলেন্স নষ্ট দেখিয়ে দীর্ঘদিন ধরে নিজেদের প্রাইভেট অ্যাম্বুলেন্সে রমরমা অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। অনেক সময় তারা হাসপাতালের নিয়মিত ডিউটি ফাঁকি দিয়ে কর্তৃপক্ষের অগোচরে রোগী নিয়ে জেলা সদর ও বিভাগীয় শহরে অবস্থান করতো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন জানান, যুগান্তরে সংবাদ প্রকাশের পরই এ ৩ কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আগামী ৩ কর্ম দিবসের মধ্যে ব্যাখ্যাসহ সুষ্পষ্ট জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন। ইতিপুর্বে কয়েকবার তাদেরকে শোকজ করা হয়েছিল। কিন্তু তারা সংশোধিত হয়নি।