বুয়েটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেলেন বড়লেখার নোমান
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:৪৬,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ সেশনের ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ২৫১ তম মেধাস্থান লাভ করেছেন বড়লেখা উপজেলার মেধাবী শিক্ষার্থী আব্দুলাহ আল নোমান। তিনি উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরিপার গ্রামের বাসিন্দা, আলীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ ও তাহেরা বেগমের ছেলে।
নোমানের প্রাথমিক শিক্ষাজীবনের শুরু হয় শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেন থেকে, অতঃপর শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৫ এবং সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ – ৫ পেয়ে উত্তীর্ণ হন।
নোমান ইলেকট্রিক্যাল ইঞ্জনিয়ারীং বিষয়ে উচ্চতর পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রী ও মানবসেবায় তড়িৎকৌশল গবেষণা করতে চান।
এ সফলতায় তার পরিবার – স্বজন, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী আনন্দিত।