বে-সামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলীর মাধবকুণ্ড ও হাকালুকি হাওর পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:২০,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯
জানা গেছে, বিকেল সাড়ে চারটায় বিমান ও পর্যটনমন্ত্রী মাধবকুণ্ডে আগমন করলে বড়লেখা ইউএনও মো. শামীম আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উলাহ খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, মাধবকুণ্ড পর্যটন সহায়ক ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন এবং পরে এ পর্যটন স্পটের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী এমপি মাধবকুণ্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকা ঘুরে দেখেন এবং দেশ বিদেশের পর্যটক আকৃষ্টে এখানে প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সন্ধ্যায় মন্ত্রী মাহবুব আলী এমপি দেশের সর্ববৃহৎ জলাভুমি হাকালুকি হাওরের প্রস্তাবিত পর্যটন কেন্দ্র, হালা পাখি বাড়ি, বন বিভাগের বিট অফিস, ওয়াচ টাওয়ার, ঝলাবিল এলাকা পরিদর্শন করেন। হাকালুকির পর্যটকসহ স্থানীয় জনসাধারণের যাতায়াতের রাস্তাঘাটের সমস্যা স্বচক্ষে দেখে তিনি এসবের উন্নয়নে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। মাধবকুণ্ড ও হাকালুকি হাওর পরিদর্শনকালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরীন প্রমুখ উপস্থিত ছিলেন।