বড়লেখা মানবসেবা সংস্থার কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০:১৬:৪২,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: বড়লেখা মানবসেবা সংস্থার কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। বুধবার(২৩,অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংস্থার সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর কাউন্সিলর ও প্যানাল মেয়র আব্দুর মালিক ঝুনু, কুয়েত প্রবাসী দেলওয়ার হোসেন,মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য আমিনুল বাবলু,জামিল আহমদ, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবলু, সাংবাদকর্মী ইবাদুর রহমান জাকির,বড়লেখা পাবলিকেশন সোসাইটির স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক খায়রুল ইসলাম, পাবলিকেশন সোসাইটির কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বড়লেখা একতা রক্তদান সংস্থার সভাপতি মাছুম আহমদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা কমিটির সদস্য আবির আহমদ, বড়লেখা মাসবসেবা সংস্থার সহ:সভাপতি শিহাব উদ্দিন, সহ:সাধারণ সম্পাদক মেহেদী আল মাছুম, সাংঘঠনিক সম্পাদক জবরুল ইসলাম, পারভেজ মুন্সী, আশরাফুল ইসলাম, পিয়াল চক্রবর্তী, নাবিল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার কার্যকরি কমিটির সভাপতি হাসান মাহমুদ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বড়লেখা রেলস্টেশন জামে মসজিদের সানী ইমাম কামরুল ইসলাম।