ফেসবুক ব্যবহারে সচেতনতার আহবান মৌলভীবাজারের পুলিশ সুপারের
প্রকাশিত হয়েছে : ৮:৪২:৫৫,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ তার অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে ফেসবুক ব্যবহারে সচেতনতার আহবান জানান।
স্ট্যাটাসটি হুবহু তোলে ধরা হল – সকল ফেসবুক ব্যবহারকারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেসবুক একাউন্ট হ্যাক করে বা তাদের নামে নতুন একাউন্ট খুলে বিভিন্ন পোস্ট দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়ে সাধারণ জনগণের সচেতনতা একান্ত কাম্য। কোনো প্রকার গুজব না ছড়াতে এবং কোনো গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে মৌলভীবাজার জেলা পুলিশ। যে কোনো ঘটনার সত্যতা যাচাই করতে নিকটস্থ থানা পুলিশকে ফোন করুন।