বড়লেখায় বন মামলার রায়ে ২ আসামীর পৃথক মেয়াদে সশ্রম কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৪:৪৯:৪৯,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯
২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষিত আসামী হলেন রাজা মিয়া। তিনি ১০ নং কাশেমনগর (দক্ষিণভাগ) গ্রামের আব্দুল মালেকের ছেলে। ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় ঘোষিত আসামী হলেন সাইদ আহমদ। তিনি সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের হাজী সালেহ আহমদের ছেলে।
মামলা ও বনবিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ২ ফেব্রুয়ারি আসামী সাইদ আহমদের বাড়ি সংলগ্ন ডোবা থেকে বড়লেখা রেঞ্জের টহল বাহিনী পুলিশের সহযোগিতায় ১৫ টুকরোয় প্রায় ২৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে। যা সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন আইনে রাজা মিয়া ও সাইদ আহমদের বিরুদ্ধে মামলা করেন (মামলা নং-সিআর-৫২/১৮)।