জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:০০:৫২,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই বাজারে পল্লী বিদ্যুতের ৩৩হাজার কেভি লাইন ছিঁড়ে পড়ে ঘটনাটি এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া থেকে ভূয়াই বাজারের উপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইন বড়লেখায় টানানো আছে। শনিবার দুপুরে পল্লী বিদ্যুতের লোকজন উক্ত লাইনের ভূয়াই বাজার এলাকায় মেরামত কাজ করে। বাজারে একটি গাছের নিচে জসিম উদ্দিনের টং দোকান আছে। দোকানে কর্মরত থাকা অবস্থায় হঠাৎ ৩৩-হাজার কেবির পল্লী বিদ্যুৎ এর মেইন লাইন দোকানে পড়লে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়।
এদিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে পল্লীবিদ্যুতের অদক্ষতা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বড়লেখা ও জুড়ী উপজেলার অনেকেই।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, পল্লী বিদ্যুতের ৩৩হাজার কেভি লাইন ছিঁড়ে পড়ে ঘটনাটি ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।