বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন
প্রকাশিত হয়েছে : ৯:৫২:১০,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯
তারেক মাহমুদ :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় আজ বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী এ দফার আন্দোলনের প্রথম দিন (১৪ অক্টোবর) এক ঘণ্টা, পরের দিন (১৫ অক্টোবর) দুই ঘণ্টা, তৃতীয় দিন (১৬ অক্টোবর) অর্ধ-দিবস এবং শেষদিন (১৭ অক্টোবর) পূর্ণ-দিবস কর্মবিরতি পালন করা হয়।এছাড়া আগামী ২৩ অক্টোবর দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষকদের ১৪টি সংগঠন নিয়ে গঠিত মোর্চা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে সারাদেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
ছবি: ভট্টশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা অলস সময় কাটাচ্ছে
বৃহস্পতিবার (১৭অক্টোবর) সরেজমিনে উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হলেও শিক্ষকর পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাজিরা খাতায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা ছাড়া সবধরনের কার্যক্রম বন্ধ থাকে। এসময় শিক্ষকদের প্রধান শিক্ষকের কার্যালয়ে বসে অলস সময় পার করতে দেখা যায়।
এসময় শিক্ষকরা জানান, কর্তৃপক্ষ শিক্ষকদের দাবিকে বারবার অবহেলা করছেন। এ জন্য কর্মবিরতি ও আন্দোলন ছাড়া শিক্ষকদের হাতে আর কোনো বিকল্প ছিলো না। এতে শিক্ষার্থীদের সাময়িক ক্ষতি হচ্ছে তবে দাবি মেনে নেওয়া হলে পাঠদানের মাধ্যমে এ সাময়িক ক্ষতি বিশেষভাবে পুষিয়ে নেওয়া হবে।