বড়লেখায় চোলাই মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ৬:০৩:৪৬,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় ৩ লিটার চোলাই মদসহ আব্দুল মালিক ওরফে কুটি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে থানার এসআই রশীদ উদ্দিনের নেতৃত্বে পুলিশ উপজেলার দক্ষিণভাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে কুলাউড়া উপজেলার জামকান্দি গ্রামের আব্দুল মালিকের ছেলে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসীম জানান, মদসহ গ্রেফতার কুটি মিয়াকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।