বড়লেখায় ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ : পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:১৯,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক::বড়লেখা উপজেলার কুমারসাইল গ্রামের আব্দুর রর এর ছেলে মাদ্রাসা ছাত্র আব্দুল কাইয়ুম গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে বিয়ানীবাজারের খাসাড়ি পাড়া হাজী ইদ্রিস আলী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আব্দুল কাইয়ুম নিখোঁজের ঘটনায় তার বড়ভাই নাজমুল ইসলাম সোমবার বিকালে বড়লেখা থানায় জিডি করেছেন।
জানা গেছে, আব্দুল কাইয়ুম (১৭) বড়লেখার বিহাইডহর হাফিজিয়া মাদ্রাসায় ২৫ পারা মুখস্থ করার পর অভিভাবকরা গত ১৫ দিন পূর্বে তাকে বিয়ানীবাজারের খাসাড়ি পাড়া হাজী ইদ্রিস আলী হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেন। ৩ অক্টোবর একদিনের ছুটিতে সে বাড়ি আসে। পরদিন মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ৭ অক্টোবর মাদ্রাসার মোহতামিম সামছুদ্দিন ফোনে নাজমুল ইসলামকে জানান, তার ছোটভাই আব্দুল কাইয়ুম ৩ অক্টোবর ছুটিতে গিয়ে অদ্যাবধি মাদ্রাসায় পৌঁছেনি। এরপর আত্মীয়-স্বজন, সহপাঠীসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়ায় স্বজনদের মধ্যে অজানা আশংকা দেখা দিয়েছে।
নিখোঁজ মাদ্রাসা ছত্রের ভাই নাজমুল ইসলাম জানান, নতুন মাদ্রাসায় নতুন করে কোরআন শরীফ মুখস্থ করার চাপে নিজে থেকেও সে আত্মগোপন করতে পারে বলে প্রথমে মনে হলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় অজানা আশংকায় থানায় জিডি করেছেন।
থানার ওসি (তদন্ত) মো. জসীম জানান, জিডির পরই নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান বের করতে পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।