বড়লেখায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১০:১৩:৫৫,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের পরিচালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নিরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, পৌর কাউন্সিলার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন, প্রধান শিক্ষক জাহিদ হাসান প্রমুখ।