‘বন্দুকযুদ্ধে’ বড়লেখার জয়নুল ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ১:৪৮:৪০,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০১৯
শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব ৯ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নুল ইসলাম (৪৫) নামের এক ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। র্যাপিড অ্যাকশ্যান ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের চা কন্যা এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএসপি মোঃ কামরুজ্জামান বলেন, দু’দিন আগে সিলেট থেকে আন্তঃ জেলা ডাকাত দলের কয়েকজন সদস্য আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্যমতে ভোররাতে শ্রীমঙ্গল সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ডাকাত দল র্যাবকে লক্ষ্য গুলি ছোড়ে। এসময় র্যাব পাল্টা গুলি করলে জয়নুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল ১টি পিস্তল,এক রাউন্ড তাজা গুলি ও দুইটি গুলির খোসা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত দলের এক সদস্য জয়নুলের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। নিহত ডাকাত দলের সদস্য মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চাঁন্দগ্রামের মৃত মোস্তাকিন মিয়ার ছেলে।