বড়লেখায় চা শ্রমিক ও নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ করলেন পরিবেশ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:৩১:৩২,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সমাজের প্রতিটি স্তরের মানুষের কল্যাণে কাজ করছে। নানামূখি প্রকল্পের গ্রহণের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাচ্ছে। পিছিয়ে থাকা চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নত জীবন যাপনের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা বৃত্তির মাধ্যমে নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের অগ্রসর করা হচ্ছে।
বড়খো উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ অধিদপ্তরের আওতায় উপজেলার ১১০জন চা শ্রমিককে ৫ হাজার টাকা ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীর মোট ৭৮ জনের মধ্যে ৪৮ জনকে ২০১৭-১৮ অর্থবছরের আওতায় ৫ হাজার টাকা করে এবং ২০১৮-১৯ অর্থবছরের আওতায় ৩০ জনকে ৪ হাজার টাকা করে মোট ৯ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তামো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নিরা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ওসি মো. ইয়াছিনুল হক, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন প্রমুখ।