বড়লেখায় পূজা মণ্ডপ পরিদর্শনে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১০:০০:০৪,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিজ নির্বাচনী এলাকা বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন। রোববার (০৬ অক্টোবর) স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় মন্ত্রী বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জননেত্রী শেখ হাসিনার সরকার জাতি ধর্ম বর্ণ গোত্র সবার প্রতি সহানুভূতিশীল। তাই বর্তমান সরকারের আমলে সকল ধর্মের লোকজন শান্তিতে ও নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করছেন। মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।