আব্দুর রব, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় ৪৫টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল ও আলিম স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টানে রয়েছে। এগুলোর ১৩টিতে শ্রেণীকক্ষ, ভবন, আসবাবপত্রসহ নানা সংকটের মধ্যদিয়ে চলছে পাঠদান কার্যক্রম। এতে শিক্ষার্থী ও শিক্ষকরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কলাজুরা হাজি আপ্তাব মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়, কেছরিগুল উচ্চ বিদ্যালয়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়, কানসাই হাকালুকি বালিকা উচ্চ বিদ্যালয়, পাথারিয়া সুজানগর কলেজ, পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা, তালিমপুর বাহারপুর দাখিল মাদ্রাসা, টেকাহালি উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট ও ডেক্স-ব্যাঞ্চের অভাবে শিক্ষার্থীরা ৩ জনের বসার ব্যাঞ্চে ৫-৬ জন গাদাগাদি করে বসে পাঠগ্রহণ গ্রহন করছে। এতে শিক্ষার্থীরা সঠিকভাবে ক্লাস নিতে পারে না। শ্রেণীকক্ষসহ আসবাবপত্রের অভাবে শিক্ষার্থীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। একাডেমিক ভবনের অভাবে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত একটি ভবনে গত কয়েক বছর ধরে তিনটি ক্লাসের শ্রেণী কার্যক্রম চলতে দেখা গেছে। এতে যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটার আশংকা করছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম উপজেলার বিভিন্ন স্তরের ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংকটের সত্যতা স্বীকার করে জানান, ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করেছেন। ডেক্স-ব্যাঞ্চের সমস্যা এ ১৩টি ছাড়াও প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই রয়েছে। পর্যাপ্ত ডেক্স-ব্যাঞ্চ সরবরাহের জন্য স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন মহোদয়ের নিকট চাহিদা পাঠিয়েছেন। আশা করছেন খুব দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।