বড়লেখায় আলহাজ্ব আব্দুল করিমকে নাগরিক সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১:১৯:২৬,অপরাহ্ন ০৪ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: রেমিটেন্স প্রেরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ রেমিটেন্স ওয়ার্ড লাভ করায় বড়লেখার কৃতিসন্তান এনআরবি ও এসআইবিএল ব্যাংকের পরিচালক আলহাজ্ব মো. আব্দুল করিমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার(০২ অক্টোবর) বড়লেখা উপজেলার বৃহত্তর ডিমাই এলাকার সর্বস্থরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে মৌলভীবাজার জেলা জজকোর্টের জ্যেষ্ঠ আইনজীবি এডভোকেট ইয়াছিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তাজ উদ্দিন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব মো. আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা পৌরমেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী।দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নছিব আলী, দাসের বাজার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি আব্দুল আহাদ প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।