দুর্গাপূজা উপলক্ষে ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৪৮,অপরাহ্ন ০৪ অক্টোবর ২০১৯
সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বড়লেখা উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূজায় সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দকে অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রার্থনা করার আহবান জানান তিনি।
তিনি শারদ উৎসবে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। #বিজ্ঞপ্তি