বড়লেখার হাকালুকি হাইস্কুলে শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৮:৩২:৪৯,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৯
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর হাকালুকি হাইস্কুলের লাইব্রেরী কাম ক্যাটালগারের শুন্যপদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে একজন প্রার্থীকে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়। একজন অভিভাবক সদস্য নিয়োগ কমিটিতে অন্তর্ভূক্ত থাকলেও তার চোঁখে ধুলো দিয়ে কৌশলে উক্ত প্রার্থীকে পাশ করানো হয়। যার প্রমাণ স্বরূপ স্কুল কমিটির সংরক্ষিত মহিলা সদস্যকে নিয়োগ অনুমোদন সভা আরম্ভ হওয়ার পূর্বে কোনধরণের আলোচনা ছাড়াই তার স্বাক্ষর নিয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতি দেখানো হয়। অভিযোগকারী দাতা ও অভিভাবক সদস্যবৃন্দ হলেন অতুল চন্দ্র দেবনাথ, অখিল চন্দ্র দাস, মনোরঞ্জন বিশ্বাস, শাহাব উদ্দিন, আজির উদ্দিন ও মালেকা বেগম। তারা জানান, বিভিন্ন সুত্রে বড়অঙ্কের লেনদেনের মাধ্যমে একজন প্রার্থীকে নিয়োগ দেয়ার আলোচনা সমালোচনা শুরু হওয়ায় এলাকাবাসীর পক্ষে তারা ইউএনওসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন।
প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস জানান, সরকারী প্রতিনিধিরা অত্যন্ত স্বচ্ছতার সাথে নিয়োগ পরীক্ষা নিয়েছেন। এতে তিনি কিংবা কমিটির সভাপতির নিয়োগ বাণিজ্য বা স্বেচ্ছাচারিতার কোন সুযোগ নেই।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে এব্যাপারে ব্যবস্থা নিবেন।