দেশে ফিরল স্লোভাকিয়ার জঙ্গলে নিহত ফরিদের লাশ
প্রকাশিত হয়েছে : ৫:১৩:২৭,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৯
নিউজ ডেস্ক:: দালালদের মাধ্যমে ফ্রান্স যাওয়ার সময় স্লোভাকিয়ার গভীর জঙ্গলে মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের সমসাদ আলীর ছেলে ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ। মাসখানেক আগে তার মরদেহ উদ্ধার হলেও তা দেশে আনতে উদ্যোগী হচ্ছিলেন না কেউ।
অবশেষে ফরিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে ছুটে যান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় দেশে এসেছে ফরিদ উদ্দিনের মরদেহ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দফতরে দেখা করে মরদেহ ফেরত আনার জন্য পরিবারের আবেদন পৌঁছে দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।